প্রেসিডেন্ট নির্বাচিত হলে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবেন যুক্তরাষ্ট্র আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রবিবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন এ ধনকুবের।
বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে এক ঘন্টারও বেশি সময় ধরে দুজন কথা বলেন। এসময় ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, তার প্রশাসনের অধীনে থাকা যুক্তরাষ্ট্র ইসরাইলি রাষ্ট্রের অখণ্ড রাজধানী হিসেবে জেরুজালেমকে মর্যাদা দেবে।
এ প্রতিশ্রতি কার্যকর হলে মার্কিন পররাষ্ট্রনীতিতে নাটকীয় পরিবর্তন হবে। কারণ এতদিন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো নেতা আগ্রহ দেখাননি। অবশ্য ইসরাইল জেরুজালেমকে রাজধানী ঘোষণা করার পর অল্প কয়েকটি রাষ্ট্র তা স্বীকৃতি দেয়, যার মধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে। তবে সব দেশই স্বীকৃত রাজধানী তেল আবিবে নিজেদের দূতাবাস রেখেছে।
এদিকে ট্রাম্পের সাথে বৈঠক শেষে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গেও বৈঠক করেন নেতানিয়াহু। প্রায় এক ঘণ্টার ওই বৈঠকে হিলারি যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কের বিষয়ে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং দ্বিপাক্ষিক এই সম্পর্ককে পরবর্তী স্তরে নেয়ার পরিকল্পনা তুলে ধরেন বলে জানিয়েছে হিলারির প্রচারণা শিবির।
১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে পূর্ব জেরুজালেমের দখল নেয় ইসরাইল। তারপর থেকে এটি তাদের দখলেই আছে। কিন্তু পশ্চিমতীর ও গাজা ভূখণ্ড নিয়ে তৈরি ফিলিস্তিন পূর্ব জেরুজালেমকে তাদের রাজধানী করতে চায়। সূত্র: বিবিসি
বিবার্তা/নিশি