সিরিয়ার আলেপ্পো শহরে সিরীয় বাহিনীর হামলায় অন্তত ৮৫ জন নিহত হয়েছে। রবিবারের ওই হামলায় আরো ৩০০ জন আহত হয়েছে।
সিরিয়ার পাঁচ বছরের রক্তক্ষয়ী সংঘাতে উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পো এখন অন্যতম যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। যুদ্ধবিরতি বন্ধ হওয়ার পর সেখানে যে পরিমাণ হতাহত হয়েছে তার প্রায় অর্ধেকই শিশু, এমনটাই জানিয়েছে সিরিয়ার মানবাধিকার সংগঠনগুলো।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের অনুরোধে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক বসেছে। সেখানে মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার এই অবস্থার জন্যে সরাসরি অভিযোগ তুলেছেন রাশিয়ার বিরুদ্ধে।
আসাদ সরকারের সঙ্গে একসাথে যুদ্ধ চালিয়া যাওয়ায়, তিনি সিরিয়া বিষয়ে রাশিয়ার দেয়া বক্তব্যকে পুরোপুরি মিথ্যা বলে অভিযোগ তুলেছেন।
পাওয়ার জানান, কেউই যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসীদের দেয়া বক্তব্যে সন্তুষ্ট করতে পারবে না। আমাদের জনগণ প্রায়ই সারাবিশ্বে তাদের লক্ষ্যে পরিণত হচ্ছে। রাশিয়া এখন যা করছে তাকে কোনোভাবেই সন্ত্রাসবিরোধী কার্যকলাপ বলা যাবে না। এটি বর্বরতা।
যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের অন্য সদস্যরা এক হয়ে এ ব্যাপারে রাশিয়াকে থামানোর আহ্বান জানায়। অনেক সদস্যই আলেপ্পোতে জাতিসংঘের ত্রাণ বহরের হামলায় রাশিয়াকেই দায়ী মনে করছে। তাদের বক্তব্য, এমনটা হয়ে থাকলে রাশিয়া স্পষ্টতই যুদ্ধাপরাধ করছে। তবে রাশিয়া ত্রাণবহরে হামলা চালানোর কথা বরাবরই অস্বীকার করে আসছে।
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চুরকিন যুদ্ধবিরতি বন্ধের জন্যে বিদ্রোহী সশস্ত্র গ্রুপকে দায়ী করেন। তিনি বলেন, শতশত সশস্ত্র দল সিরিয়ার অভ্যন্তরে ধ্বংস চালিয়ে যাচ্ছে এবং সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনা প্রায় অসম্ভব একটি কাজ। সূত্র: সিএনএন
বিবার্তা/রয়েল