টেক্সাসের হাইস্টোনে একটি শপিং সেন্টারের বাইরে বন্দুকধারীর হামলায় অন্তত নয়জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী। মঙ্গলবার কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির অনলাইনে এ খবর জানানো হয়।
সন্দেহভাজন হামলাকারীর পরিচয় জানা যায়নি। তবে পুলিশ জানায়, তার পরনে নাৎসী প্রতীক সম্বলিত ঐতিহাসিক সামরিক পোশাক ছিল।
কর্তৃপক্ষ জানায়, বন্দুকধারীর কাছে একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান, একটি সেমি-অটোমেটিক রাইফেল, একটি ছুরি এবং ২৬শ’ রাউন্ড গুলি পাওয়া গেছে। বন্দুকটি লাইসেন্স করা ছিল বলেও তারা জানায়।
হামলার কারণ এবং এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় হামলাকারীর বাড়ি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে তল্লাশি চলছে বলেও জানায় পুলিশ।
শহরের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান মার্থা মন্তালভো বলেন, আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে নেয়া হয়েছে। বাকি তিনজনকে ঘটনাস্থলেই চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ঘটনার সময় ওই তিনজন গাড়িতে ছিল। বন্দুকধারী তাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে গাড়ির কাচ ভেঙে তাদের চোখে লাগে। সূত্র: বিবিসি
বিবার্তা/নিশি