আফগানিস্তানে বিশেষ বাহিনীর অভিযানে পাকিস্তানি তালেবানের এক শীর্ষনেতা নিহত হয়েছে। পাক সীমান্তবর্তী পূর্ব আফগানিস্তানের পাক্তিয়া এলাকায় আজম তারিক নামে ওই নেতাকে হত্যা করে আফগান স্পেশাল ফোর্স।
আফগান কমান্ডোর এই হামলায় তারিকের পুত্রসহ আরো ৯ জন মারা গেছে।
সুত্রমতে, গোপন সুত্রের ভিত্তিতে শনিবার রাতে ন্যাটো বাহিনীর পরিচালনায় আফগান স্পেশাল ফোর্স বারমাল জেলার পাক্তিয়া অঞ্চলে অভিযান চালায়। সেখানেই লুকিয়ে ছিল আজম তারিক। তবে তারিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয় ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর।
পাকিস্তানি সংবাদপত্র ডন তাদের প্রতিবেদনে জানায়, চারটি হেলিকপ্টার গানশিপ ও দুটি ড্রোনের সহায়তায় স্থলবাহিনী অভিযানটি চালিয়েছে। প্রায় চার থেকে পাঁচ ঘন্টারও বেশি সময় লড়াই শেষে তারিকসহ অন্য জঙ্গিদের হত্যা করা সম্ভব হয়।
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পকিস্তানের তালেবান জঙ্গিদের মুখপাত্র ছিল আজম তারিক। সেসময় তালেবান জঙ্গিদের নেতা ছিল হাকিমুল্লাহ মেসুদ। সূত্র: ডন
বিবার্তা/নিশি