ইসরাইল থেকে গ্যাস কিনছে জর্ডান। এ লক্ষ্যে সোমবার ইসরাইলের নোবল এনার্জির সঙ্গে চুক্তি করেছে জর্ডানের সরকারি সংস্থা ন্যাশনাল ইলেক্ট্রিক পাওয়ার কম্পানি (নেপকো)। আমদানিকৃত গ্যাস দিয়ে জর্ডানের বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানির ৪০% চাহিদা মিটবে।
নেপকো বলেছে, গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে ব্যয় কমবে। এতে প্রতি বছর ৩০০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে। ফলে বিদ্যুতের দাম বাড়ানোরও প্রয়োজনও পড়বে না।
নেপকো আরও বলেছে, জ্বালানি উৎসের বহুমুখীকরণও ইসরাইলের সঙ্গে চুক্তির একটা বড় কারণ। কেননা, মিশর থেকে গ্যাস আমদানি সম্প্রতি বিঘ্নিত হচ্ছিল। এছাড়া এর ফলে আঞ্চলিক সহযোগিতাও জোরদার হবে, যাতে পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞ্চলে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রগুলোর গ্যাস ব্যবহার করতে পারবে জর্ডান।
এদিকে এ চুক্তি উত্তপ্ত বিতর্কের জন্ম দিয়েছে। একটি গ্রুপ তাদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে, সরকারের বিরুদ্ধে মামলা করতে তারা জর্ডান বার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় একটি লিগ্যাল টিম গঠন করেছে।
সূত্র : জর্ডান টাইমস
বিবার্তা/হুমায়ুন/মৌসুমী