সউদি আরবে মন্ত্রীদের বেতন কমলো

সউদি আরবে মন্ত্রীদের বেতন কমলো
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ২০:২৭:১৪
সউদি আরবে মন্ত্রীদের বেতন কমলো
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+
সউদি আরবের বাদশা সালমান তাঁর মন্ত্রীদের বেতন ২০% কমিয়ে দিয়েছেন।
 
সোমবার এক রাজকীয় ফরমানে এ ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, মন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের ক্ষেত্রে এ আদেশ কার্যকর হবে। ফরমানে শূরা কাউন্সিল সদস্যদের আবাসন ও গৃহসজ্জার জন্য প্রদত্ত বার্ষিক ভর্তুকিও ১৫% কমিয়ে দেয়ার কথা বলা হয়। এছাড়া শূরা কাউন্সিল সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণ ও জ্বালানি ব্যয় বাবদ প্রতি চার বছর পর পর যে এককালীন অর্থ দেয়া হতো, তাও ১৫% কমানো হয়েছে।
 
ফরমানে বলা হয়, সেনাবাহিনীর যেসব সদস্য দক্ষিণাঞ্চলীয় সীমান্তে কর্তব্যরত আছেন, তারা এবং বিদেশে কর্তব্যরত সেনা, গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ আদেশের আওতায় আসবেন না।
 
ফরমানে বলা হয়, চলতি অর্থবছর শেষ না হওয়া পর্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের আর কোনো গাড়ি বরাদ্দ দেয়া হবে না। একই সময়ে মন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদেরকে তাদের মোবাইল ফোনের খরচও নিজেদেরই বহন করতে হবে।
 
আগামী ১ অক্টোবর নতুন হিজরি সনের শুরু থেকে এ ফরমান কার্যকর হবে। সূত্র : আরব নিউজ
 
বিবার্তা/হুমায়ুন/মৌসুমী
 
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com