আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিতর্কানুষ্ঠানটি মার্কিন টেলিভিশনে সরাসরি দেখেছেন প্রায় আট কোটি ৪০ লাখ দর্শক। যা ৩৬ বছরের পুরনো রেকর্ড ভেঙেছে।
এর আগে ১৯৮০ সালে জিমি কার্টার এবং রোনাল্ড রিগ্যানের নির্বাচনীয় বিতর্ক দেখতে টিভিতে চোখ রেখেছিল প্রায় আট কোটি ছয় লাখ মানুষ।
সরাসরি সম্প্রচার করা ১৩টি মার্কিন টিভি চ্যানেলের দর্শকদের হিসাব করে এ পরিসংখ্যানটি বের করা হয়েছে। পরিসংখ্যানটি পরিচালনা করেছে নিলসেন। তারা জানায়, দর্শকেরা বিতর্ক অনুষ্ঠানের ৯৮ মিনিটই টিভি চালু রেখেছিল।
বিতর্ক অনুষ্ঠানটি দেখার দর্শকের সংখ্যা আরো অনেকবেশি বলেই মন্তব্য বিশেষজ্ঞদের। কারণ অন্যান্য টিভি চ্যানেল, অনলাইন কিংবা বার ও পার্টিতে বিতর্ক অনুষ্ঠানটি দেখেছে আরো কয়েক মিলিয়ন দর্শক।
উল্লেখ্য, বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে নিউইয়র্কের হেমস্টেডে হোফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে মুখোমুখি হন হিলারি ও ট্রাম্প। ৯০ মিনিটের এই বিতর্কে সঞ্চালকের দায়িত্ব পালন করেন এনবিসি টিভির লেস্টর হল্ট। বিতর্কে কর্মসংস্থানের নিশ্চয়তা, যুদ্ধ, করারোপ ও নিরাপত্তা ইস্যু প্রাধান্য পেয়েছে।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রর্থীদের মধ্যকার প্রথম মুখোমুখি এই বিতর্কে ট্রাম্পকে পরাজিত করেন হিলারি। বিতর্কের পর সিএনএন/ওআরসির প্রকাশ করা এক জরিপে এ তথ্য উঠে আসে। জরিপে বলা হয়, ৬২ শতাংশ মনে করেন বিতর্কে হিলারি জয়ী হয়েছেন। অন্যদিকে মাত্র ২৭ শতাংশ মনে করেন ট্রাম্প জয়ী হয়েছেন। সূত্র: বিবিসি
বিবার্তা/নিশি