বিদ্রোহী ও জঙ্গিদের হটিয়ে আলেপ্পোর কেন্দ্রস্থল আল-ফারাহফিরাহ পুনর্দখল করেছে সিরিয়ার সরকারি বাহিনী। সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা এ খবর জানায়।
সামরিক সূত্রমতে, সরকারি বাহিনী আল-ফারাহফিরাহর পুরো এলাকা নিজদের নিয়ন্ত্রণে নিয়েছে। পালিয়ে যাওয়ার সময় বিদ্রোহীরা ভারী মেশিনগানসহ প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ ফেলে গেছে। এছাড়া, ওই এলাকায় সন্ত্রাসীদের পেতে রাখা মাইন এবং বিস্ফোরক উদ্ধারের তৎপরতা চালাচ্ছে সিরিয় বাহিনী।
রুশ সংবাদমাধ্যম রিয়া নভোস্তি বলছে, গত কয়েক বছরের মধ্যে এই প্রথম সিরিয় বাহিনী আলেপ্পোর অগ্রভাগে অবস্থান নিয়েছে। অভিযানে সরকারি বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিবার্তা/নিশি