সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত আলেপ্পো নগরীতে সাধারণ মানুষের ওপর রাশিয়া অব্যাহত বোমা হামলা করছে বলে অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এ হামলা বন্ধ করা না হলে রাশিয়ার সঙ্গে চলমান সিরিয়া শান্তি আলোচনা বন্ধ করে দিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে মোবাইল ফোনে এ হুঁশিয়ারি দেন তিনি।
বোমা হামলার কারণে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পো শহরে আটকা পড়েছে প্রায় আড়াই লাখ মানুষ। তারা রাশিয়া সমর্থিত সিরিয়া বাহিনীর অবরোধের মধ্যে দিন কাটাচ্ছেন।
গত সপ্তাহে আলেপ্পোয় যুদ্ধবিরতি শেষ হওয়ার পর বিদ্রোহীদের কাছ থেকে শহরটি পুনর্দখলে সিরিয়া বাহিনী অভিযান শুরু করে। এরপর থেকে শহরটিতে বোমা হামলা অব্যাহত রয়েছে।
বিবার্তা/ইফতি