ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের শ্যালিকা পিপ্পা মিডলটনের আইক্লাউড অ্যাকাউন্ট থেকে প্রায় তিন হাজার ছবি চুরি হয়েছিলো। সেসব ছবি যাতে কোথাও ছাপা না হয় সেজন্য আদালতের শরণাপন্ন হয়েছিলেন পিপ্পা। তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। আদালত ছবিগুলো প্রকাশ না করতে বুধবার ইনজাংশন জারি করেছে।
ছবিগুলো কী ধরনের তা অবশ্য জানা যায়নি। মনে করা হচ্ছে, পিপ্পা (৩৩) ও তার প্রেমিক জেমস ম্যাথুস (৪০) ছাড়াও এতে প্রিন্স উইলিয়াম, কেইট মিডলটন এবং তাদের দুই শিশু সন্তানের ছবি থাকতে পারে।
এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে ওয়েলিংটনবোরো এলাকার নাথান ওয়েইট নামে এক ব্যক্তিকে গ্রেফতার ও পরে জামিনে মুক্তি দেয়া হয়েছে। ওই ব্যক্তি একজন ওয়েবসাইট ডিজাইনার। তাকে নভেম্বরে সাউথ লন্ডন পুলিশ স্টেশনে হাজির হতে বলা হয়েছে। সূত্র : ইয়াহু
বিবার্তা/হুমায়ুন/মৌসুমী