ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী শিমন পেরেসের মৃত্যুতে 'দুঃখ' প্রকাশ করে হামাস মুভমেন্ট বলেছে, তাকে আদালতে তোলার আগেই তার মৃত্যু হওয়াটা সত্যিই দুঃখজনক।
হামাস মুখপাত্র হাজেম কাসিম এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি বলেন, পেরেস ছিলেন ফিলিস্তিনের ধ্বংসস্তূপের ওপর ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠাতাদের একজন। এর ফলে (ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা) লাখ লাখ ফিলিস্তিনীকে উদ্বাস্তু হতে হয়।
তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের কাছে পেরেস একজন অপরাধী হিসেবে চিহ্নিত। প্রেসিডেন্ট থাকাকালে তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে, বিশেষ করে গাজায় অপরাধকে সমর্থন দিয়েছিলেন। তার হাত আরবদের রক্তে রঞ্জিত।
কাসিম বলেন, আরব ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য তাকে আদালতে তুলতে না পারায় আমরা সত্যিই দুঃখিত। সূত্র : প্যালেস্টাইন ক্রনিকল
বিবার্তা/হুমায়ুন/মৌসুমী