মেক্সিকোতে সেনা কনভয়ে একদল বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে সেনাসহ আরো অন্তত ১০ জন। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় সেনালোয়া রাজ্যের বদিরাগুয়োতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বদিরাগুয়োতে দুই মাদক মাফিয়ার মধ্যে তীব্র গোলাগুলি শুরু হলে বিশাল বাহিনী নিয়ে হাজির হয় মেক্সিকো পুলিশ। সঙ্গে ছিল সেনাবাহিনীর বিশেষ জওয়ানরাও। পুলিশ আসতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় মাফিয়াদের একজনকে আটক করে পুলিশ। এরপর অ্যাম্বুলেন্সে করে স্থানীয় এক হাসপাতালে যাওয়ার সময় তাকে ছিনিয়ে নেয় এক বন্দুকধারী।
পুলিশ জানায়, যে এলাকা দিয়ে সেনারা যাচ্ছিল সেখানে আগে থেকেই ঘাঁটি গেড়ে থাকে ওই বন্দুকধারী। এরপর সেনাবাহিনীর গাড়ি দেখামাত্রই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই তিন সেনার মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরো দুইজনের মৃত্যু হয়।
এ ঘটনায় মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকিন গুজম্যানের ছেলেরা জড়িত বলে জানিয়েছে কর্মকর্তারা।
সেনালোয়া রাজ্যটি ‘এল চ্যাপো’ নামে পরিচিত জোয়াকিন গুজম্যানের নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। চলতি বছর জানুয়ারিতে এল চ্যাপোকে আটক করা হয়। সূত্র: বিবিসি
বিবার্তা/নিশি