বাবা-মাকে হত্যার পর ঘটনাটিকে ধামাচাপা দিতে ১৭ প্রত্যক্ষদর্শী, প্রতিবেশীকে খুন করেছে চীনের এক তরুণ। বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউন্নান প্রদেশের একটি দূরবর্তী গ্রামে এ ঘটনা ঘটে। দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে শুক্রবার বিবিসির অনলাইন ভার্সনে এ খবর জানানো হয়।
২০ থেকে ২৫ বছর বয়সী ওই তরুণের নাম ইয়াং কিংপেই। বৃহস্পতিবার তাকে প্রাদেশিক রাজধানী কুনমিং থেকে আটক করেছে পুলিশ।
জানা যায়, কিংপেই প্রথমে টাকা-পয়সা নিয়ে বাক-বিতণ্ডার জের ধরে নিজের বাবা-মাকে হত্যা করে। এরপর হত্যাকাণ্ডের বিষয়টি গোপন রাখতে একে একে ১৭ জন প্রতিবেশীকে খুন করে।
নিহত প্রতিবেশীরা ছয়টি পরিবারের সদস্য। হতভাগ্য এসব মানুষের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তির বয়স ৭২ এবং সবচেয়ে ছোটজনের বয়স মাত্র তিন বছর।
তবে কী ধরনের অস্ত্র দিয়ে ওই তরুণ এসব হত্যাকাণ্ড চালিয়েছে তা খবরে উল্লেখ করা হয়নি। চীনে এ ধরনের গণহত্যা খুবই বিরল। এছাড়া, দেশটিতে একজন মানুষকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করতেও বেশ বেগ পেতে হয়। সূত্র: বিবিসি
বিবার্তা/নিশি