মাদকসেবীদের হিটলার স্টাইলে মারব: দুতার্তে

মাদকসেবীদের হিটলার স্টাইলে মারব: দুতার্তে
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৬, ১৫:০০:০৫
মাদকসেবীদের হিটলার স্টাইলে মারব: দুতার্তে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নতুন হিটলার হিসেবে পরিচিতি পেতে চান না, কিন্তু অপরাধ দমনে তার মতো লাখ লাখ মাদকসেবীদের হত্যা করতে চান ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। শনিবার এক বিবৃতিতে তার মুখপাত্র আর্নেস্ট আবেলা এ কথা জানান।  

আর্নেস্ট আবেলা বলেন, ‘হলোকাস্টের ঘটনায় ইহুদি নিধনে ৬০ লাখ লোককে যেভাবে হত্যা করা হয়েছে আমরা এমনটা চাই না। গণহত্যাকারী হিটলারের মতো দুতার্তের যে ভাবমূর্তি তুলে ধরা করা হয়েছে তা  প্রেসিডেন্ট প্রত্যাখান করেছেন।’

তবে দুতার্তে অবৈধ মাদক ব্যবসা নির্মূল অভিযানে সফল করতে ফিলিপাইনের লাখ লাখ লোককে হত্যা করতে চেয়েছেন এমন কথা নিশ্চিত করেন আবেলা। তিনি বলেন, ‘দুতার্তে দেশ ও পরবর্তী প্রজন্মকে রক্ষায় ফিলিপাইনের মাদক সংক্রান্ত ৩০ লাখ অপরাধীকে হত্যা করতে তার ইচ্ছার কথা জানান।’

উল্লেখ্য, শুক্রবার ফিলিপাইনের মাদক দমন অভিযান নিয়ে আলোচনার সময় দুতার্তে হিটলারের ইহুদি নিধন অভিযানের উদাহরণ তুলে ধরে বলেন, ‘দেশের ৩০ লাখ মাদকসেবীকে হত্যা করতে পারলে আমি খুশি হতাম।’

জার্মানের নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের ইহুদি নিধন প্রচেষ্টার মতো মাদকসেবীদের দমনে একই ধরনের দমন অভিযান চালানোর ঘোষণা দেয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে দুতার্তের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক দূত, জার্মান সরকার ও ইহুদি সংগঠনগুলো দুতার্তের এমন কথার তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে।

উল্লেখ্য, গত জুলাইয়ে রদ্রিগো দুতার্তে ক্ষমতা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত মাদকবিরোধী অভিযানে দেশটিতে ইতোমধ্যে তিন হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে। সূত্র: রয়টার্স

বিবার্তা/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com