পাকিস্তানে রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার একটি মাঝারি আকারের ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে এতে কোনো ধরনের হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, শনিবার দুপুরে দেশটির মিনগোয়ারার স্যোয়াত ভ্যালির ১১৭ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৩ দশমিক ৪ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের আঘাতে দেশটির রাজধানী ইসলামাবাদ, খাইবার-পাখতুন প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং পাঞ্জাবের উত্তরাঞ্চল কেঁপে উঠে। সূত্র: রয়টার্স
বিবার্তা/নিশি