‘সিরীয় বিদ্রোহীদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে রাশিয়া’

‘সিরীয় বিদ্রোহীদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে রাশিয়া’
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৬, ১৬:২০:৩৯
‘সিরীয় বিদ্রোহীদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে রাশিয়া’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতিসংঘের ত্রাণবহরের ওপর হামলা ও আলেপ্পোতে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক অভিযান মধ্যপন্থী বিদ্রোহীদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টোনার এ কথা বলেছেন।   

টোনার বলেন, নতুন করে শুরু হওয়া রাশিয়া ও সিরিয়ার হামলা চলমান সংকটময় পরিস্থিতিকে আরো ঘোলাটে করছে। সিরিয়ায় রাশিয়ার এই সামরিক অভিযানের কারণে ওয়াশিংটন মস্কোর সঙ্গে সহযোগিতার সমাপ্তি ঘটাতে পারে বলেও জানান তিনি।  

অন্যদিকে রাশিয়া অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের লক্ষ্যে জঙ্গিদের ছাড় দিচ্ছে।  

এ বিষয়ে শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন, শক্তিশালী সংগঠন জাবাত ফার্তেহ আল-শাম (আগে সংগঠনটি আল-নুসরা ফ্রন্ট হিসেবে পরিচিত ছিল) ও অন্যান্য চরমপন্থী গোষ্ঠীগুলো থেকে অপেক্ষাকৃত মধ্যপন্থী বিদ্রোহীদের বিচ্ছিন্ন করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র।  

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার এসব অভিযোগকে অযৌক্তিক হিসেবে মন্তব্য করে টোনার বলেন, যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে আল-নুসরাকে লক্ষ্য করে হামলা চালায়নি। কারণ তারা অন্যান্য গোষ্ঠী ও বেসামরিক লোকদের মধ্যে মিশে গিয়েছিল। সূত্র: বিবিসি

বিবার্তা/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com