আলেপ্পোর বৃহত্তম হাসপাতালে ব্যারেল বোমা হামলা

আলেপ্পোর বৃহত্তম হাসপাতালে ব্যারেল বোমা হামলা
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৬, ২৩:০৩:৫৫
আলেপ্পোর বৃহত্তম হাসপাতালে ব্যারেল বোমা হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+
সিরিয়ার আলেপ্পো নগরীর বিদ্রোহী অধিকৃত অংশে অবস্থিত বৃহত্তম হাসপাতালটিতে শনিবার অন্তত দুটি ব্যারেল বোমা হামলা চালানো হয়েছে। হাসপাতালটিকে সহায়তা প্রদানকারী চিকিৎসা সংস্থা এ খবর জানায়।
 
এম-১০ নামে পরিচিত এ হাসপাতালটিতে গত বুধবারও প্রবল বোমা হামলা হয়। এ সময় ওই এলাকার দ্বিতীয় বৃহত্তম হাসপাতালটিতে বোমা হামলা হয়। জাতিসংঘ মহাসচিব এ হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন।
 
সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি (এসএএমএস)-এর আদহাম সাহলুল শনিবারের হামলা সম্পর্কে বলেন, ‘এম-১০ হাসপাতালে দুটি ব্যারেল বোমা আঘাত করেছে। এ ছাড়া একটি গুচ্ছ বোমা হামলারও খবর পাওয়া গেছে।’
 
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এক ই-মেইল বিবৃতিতে শনিবারের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
 
তিনি বলেন, নতুন এ হামলা আলেপ্পোতে বৈরিতা অবসানের এবং সেখানকার বেসামরিক লোকদের মানবিক সহায়তা প্রাপ্তির তীব্র প্রয়োজনীয়তাকে তুলে ধরে। 
 
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এম-১০ হামলার কথা নিশ্চিত করে।
 
অবজারভেটরি প্রধান রামি আবদেল রহমান বলেন, এ হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। তবে তিনি নিহত ব্যক্তি হাসপাতালের রোগী না স্টাফ তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি। সূত্র: বিবিসি
 
বিবার্তা/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com