চীনে বন্যায় নিহত ৮, নিখোঁজ ১৯

চীনে বন্যায় নিহত ৮, নিখোঁজ ১৯
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৬, ০১:০২:১৪

চীনে বন্যায় নিহত ৮, নিখোঁজ ১৯
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
চীনের পূর্বাঞ্চলীয় দুটি গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৮ জন মারা গেছে।  এখনও  নিখোঁজ রয়েছেন  প্রায় ১৯ জন। শনিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানায়।
 
সিনহুয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, টাইফুন ম্যাগির প্রভাবে প্রবল বর্ষণের ফলে বুধবার ভূমিধসের এ ঘটনা ঘটে।
 
এতে ঝিনজিয়াং প্রদেশের সুচাং কাউন্টির সোকোন ও বাওফেং গ্রামের অনেক বাড়িঘর মাটির নিচে চাপা পড়ে। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, জীবিতদের উদ্ধারে সেখানে বিভিন্ন খনন যন্ত্র নিয়ে ৪ হাজারেরও বেশি উদ্ধার কর্মী তাদের তৎপরতা চালাচ্ছে। তবে বিরূপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
 
সামাজিক যোগাযাগ মাধ্যমে দেয়া এ ভূমিধসের ভিডিও ফুটেজে প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢল নেমে আসতে দেখা গেছে।
 
খবরে বলা হয়, ইতোমধ্যে টাইফুন মেগির আঘাতে বুধবার সকালে একজনের মৃত্যু হয়। উপকূলীয় ফুজিয়ান প্রদেশের একটি গ্রামের ঘরবাড়ি আকস্মিক বন্যায় ভেসে যাওয়ায় তিনি মারা যান। 
 
বিবার্তা/ইফতি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com