সরকারবিরোধী কোনো চক্র ইউনেস্কোকে রামপাল বিদ্যুৎকেন্দ্র বিষয়ে ভুল তথ্য দিয়ে প্রভাবিত করেছে। ভুল তথ্যের মাধ্যমে প্রভাবিত হয়ে গবেষণা না করেই প্রতিবেদন প্রকাশ করেছে বলে দাবি করেছেন ‘প্রগতিশীল বাংলাদেশ’ নামে ব্যবসায়ীদের একটি সংগঠন।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে বক্তব্য দেন, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. কাজী বায়জিদ কাবির।
আয়োজকরা জানান, সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে সম্প্রতি ইউনেস্কো যে প্রতিবেদন প্রকাশ করেছে তা গবেষণাভিত্তিক নয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আয়োজকরা বলেন, স্বল্প সময়ের জরিপের ভিত্তিতে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে ইউনেস্কো। মাত্র ৩-৪ দিনে জরিপ কাজ শেষ করেছে সংস্থাটি। স্বল্প সময়ের জরিপের ভিত্তিতে সঠিক তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করা যায় না।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক লিয়াকত আলি ভূঁইয়া, বুয়েটের পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান প্রমুখ।
বিবার্তা/বিপ্লব/কাফী