আর মাত্র ক’দিন পরেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে রায়ের বাজারের শের-ই-বাংলা রোডে অবস্থিত ঢাকার শ্রী শ্রী কালী মন্দিরে চলছে শেষ প্রস্তুতি।
পূজার দিন যত ঘনিয়ে আসছে তত কারিগরদের ব্যাস্ততা বাড়ছে। ১০১ বছরের পুরানো এ মন্দিরটিতে এখন চলছে রং-তুলির মাধ্যমে প্রতিমাগুলোর (মূর্তি) অবয়ব ও সাজ-সজ্জার কাজ। সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা তাদের দুর্গাসহ অন্যান্য দেব-দেবীদের বরণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
উল্লেখ্য, গত বছর মহানগর প্রজা উদযাপনে শ্রী শ্রী কালী মন্দির ২৩৫টি মণ্ডপের মধ্যে অষ্টম স্থান লাভ করেছিল। গতবারের মতো এবারও যথাযথ দশম স্থানের মধ্যে তাদের অবস্থান থাকবে বলে মন্দিরের সভাপতি শ্রী সুভাষ চন্দ্র পাল আশা প্রকাশ করেন।
মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী বলরাম শীল ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন মনোরঞ্জন রায় (দাদু)।
পূজার প্রস্তুতি সম্পর্কে মন্দিরের যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন রায় (দাদু) বিবার্তাকে বলেন, ‘আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে মূর্তি রং-তুলি ও শাড়ি-গহনা পরানোর কাজ। আশা করছি, বর্তমান প্রেক্ষাপটে ১-১০তম স্থানের মধ্যে আমাদের মন্দিরের অবস্থান থাকবে।এবার নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। এলাকার গণ্যমান্য সবাই সহযোগিতা করছেন।’
বিবার্তা/মৌসুমী