শিক্ষাবিদ ড. আব্দুর রশিদ আর নেই। রবিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তার ভাগনে সাংবাদিক শওকত আলী খান বিষয়টি জানিয়েছেন।
ড. আব্দুর রশিদ তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ড. আব্দুর রশিদ ১৯৩৫ সালে সুনামগঞ্জে জন্ম গ্রহণ করেন। কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
এছাড়া ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন এ বিভাগের প্রথম চেয়ারম্যান। পরবর্তীতে নিউজার্সিতে রচি কোম্পানির অতিরিক্ত প্রধান কেমিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ডেইলি সান এর সিনিয়র রিপোর্টার শওকত আলী খানের মামা।
বিবার্তা/ইফতি