যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ বলেছেন, ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট যুব ও জনবান্ধব। এর মাধ্যমে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন জনগণের ক্ষমতায়ন বাস্তবে রূপ পেতে যাচ্ছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর যুবলীগের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হারুনুর রশীদ বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’ এর মধ্যে দিয়ে দেশের মানুষের প্রকৃত রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার অর্জিত হয়েছে।
তিনি বলেন, যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে যুবলীগ মেধা ও মননশীলতায় দক্ষতার পরিচয় দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও তা অব্যহত থাকবে।
দেশের বিরুদ্ধে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক যেসব যড়যন্ত্র হচ্ছে সে বিষয়ে যুবলীগ নেতৃবৃন্দকে সর্বদা সর্তক থাকার আহ্বান জানান যুবলীগ সাধারণ সম্পাদক ।
সিলেট জেলা যুবলীগ সভাপতি শামীম আহম্মেদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন- কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ড. আহম্মেদ আল কবির, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান, সাধারণ সম্পাদক আসাদুর রহমান, সভা পরিচালন করেন সিলেট মহানগর যুবলীগ আহ্বায়ক সেলিম আহম্মেদ।
বিবার্তা/বিজ্ঞপ্তি/রয়েল