পটুয়াখালীর কলাপাড়ায় অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ। মৎস্য অধিদফতর থেকে এ মাছ উৎপাদন, চাষ ও বিক্রি নিষিদ্ধ থাকলেও একশ্রেণীর অসাধু বিক্রেতা সুস্বাদু সামুদ্রিক মাছ বলে বিক্রি করে আসছে।
মঙ্গলবার সকালে পৌর শহরের চৌরাস্তা এলাকার মাছ বাজারে বিক্রির সময় প্রায় ৩০ কেজি পিরানহা মাছ জব্দ করে উপজেলা মৎস্য কর্মকর্তা। ফলে মানুষ শঙ্কিত হয়ে পরে। আভিযানের খবর পেয়ে বিক্রেতা আগেই পালিয়ে যায় বলে জানা গেছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.কামরুল ইসলাম জানান, নিয়মিত মাছ বাজার মনিটরিংয়ের সময় এ মাছ চোখে পরে। এরপর জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিতারণ করা হয়েছে।
বিবার্তা/উত্তম/রয়েল