জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আগামী ১ অক্টোবর থেকে নির্বাচনী প্রচার শুরু করার ঘোষণা দিয়েছেন। ওই দিন তিনি সিলেটে হযরত শাহ জালাল (রহ) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
রবিবার দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন ‘পল্লীনিবাস’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ এ কথা বলেন। ঈদুল আজহা উদযাপন করতে রংপুরে এসেছেন তিনি।
এরশাদ বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি ভালো করবে। নির্বাচনকে কেন্দ্র করে দলকে শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করে সারা দেশ সফর করা হবে।
গাজীপুরে বয়লার বিস্ফোরণে হতাহতদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এরশাদ বলেন, সেখানে কত মানুষ মারা যাবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কিভাবে বিস্ফোরণ ঘটলো, কারা এ জন্য দায়ী, তা সরকারকে খতিয়ে দেখতে হবে।
সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানো এবং তার পদক বাতিল প্রসঙ্গে জানতে চাইলে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, সরকারের বিরুদ্ধে এসব নিয়ে কথা বলা ঠিক হবে না।
এরশাদ জানান, মা-বাবার কবর জিয়ারত এবং ঈদুল আজহা উদযাপন করতে তিনি রংপুরে এসেছেন।
বিবার্তা/আমিন/রয়েল