আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জঙ্গিদমনে বিএনপির প্রতিক্রিয়া সর্ম্পকে বলেছেন, বাংলাদেশের জনগণ এই মুহূর্তে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করছে। সেই কারণে সরকার যখন জঙ্গি এবং সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে, সে সময় বিএনপি নেতারা জঙ্গির পক্ষে সাফাই গাইছেন। জঙ্গিদের জন্য তাদের এত মায়া কান্না কেন। তাহলে জনগণ কি ধরে নেবে এ সকল জঙ্গি কর্মকাণ্ডে বিএনপির মদদ আছে। তাদের কথায় আজ সব পরিষ্কার হয়ে গেছে।
আজ সোমবার বেলা ১১টায় কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা প্রসঙ্গে বলেছেন, বাংলাদেশে যে সব জঙ্গি তৎপরতা রয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে তার সাথে বিএনপি-জামায়াতের মদদ আছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কথায় সেটা প্রমাণ হয়ে গেছে। যে তাদের মদদেই রাষ্ট্র ও সরকারকে ব্যর্থ করার জন্য পরিকল্পিতভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাস লালন করে আসছে।
এ সময় শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খাঁন ও জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলামসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরীফুল /জিয়া