‘সরকার জঙ্গিবাদকে পুঁজি করে বিরোধীদল নির্মূল করতে চায়’

‘সরকার জঙ্গিবাদকে পুঁজি করে বিরোধীদল নির্মূল করতে চায়’
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৯:৩৮
‘সরকার জঙ্গিবাদকে পুঁজি করে বিরোধীদল নির্মূল করতে চায়’
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্য জঙ্গিবাদ নির্মূল করা নয়। জঙ্গিবাদকে পুঁজি করে বিরোধীদলকে নির্মূল করাই তাদের মূল উদ্দেশ্য।
 
সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।  
 
বিএনপি মহাসচিব বলেন, আজকে যদি আওয়ামী লীগ জঙ্গিবাদ নির্মূল করতে চাইত। তাহলে তারা বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতো। কিন্তু আওয়ামী লীগ জঙ্গিবাদ নির্মূল করতে চায় না।
 
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণে উঠে পড়ে লেগেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজকে আমরা জঙ্গিবাদের বিরোধিতা করছি। যেখানেই জঙ্গিবাদ সেখানেই আমরা প্রতিরোধ করছি। গুলশানের ঘটনা এবং শোলাকিয়া ঘটনার পর পরই আমাদের চেয়ারপারসন সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ তাতে কোনো সাড়া দেয়নি।
 
মতবিনিময় সভায় জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুর ফেরদৌস নম্র, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, সাধাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া প্রমুখ আরো উপস্থিত ছিলেন। 
 
বিবার্তা/আমিন/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com