ইনু ভেড়ামারায় ও হানিফ কুষ্টিয়ায় ঈদের নামাজ আদায় করেছেন

ইনু ভেড়ামারায় ও হানিফ কুষ্টিয়ায় ঈদের নামাজ আদায় করেছেন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫৮:৪৩
ইনু ভেড়ামারায় ও হানিফ কুষ্টিয়ায় ঈদের নামাজ আদায় করেছেন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে কুষ্টিয়ার ১৩৫টি ঈদগাহে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৮৫টি ঈদগাহে সকাল ৮টায় এবং ৫০টি ঈদগাহে সকাল সাড়ে ৮টা থেকে পর্যায়ক্রমে ৯টা পর্যন্ত নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
 
কুষ্টিয়ার ভেড়ামারা গোলাপনগর মাহারাজপুর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ঈদুল আজহার নামাজ আদায় করেন।
 
নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ঈদের নামাজে যারা আক্রমণ করে তারা মানবরূপী পশু। জঙ্গিরা শুধু ইসলামের শত্রু নয়, তারা মানবতার শত্রু, তারা বিশ্ববাসীর শত্রু।
 
এ ছাড়াও কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি ঈদের নামাজ আদায় করেন।
 
এ সময়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকল শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিগণ নামাজে শরীক হন।
 
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি ঈদগাহে সাজ-সজ্জা করা হয়। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলির মাধ্যমে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
 
বিবার্তা/শরিফুল/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com