বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিথ্যা মামলা রাজৈনৈতিকভাবে মোকাবিলা করা হবে। এর আগে আমরা বেশ কিছু আন্দোলনও করেছি। আমরা আবারো এই বিষয়টি নিয়ে কথা বলছি। এই ব্যাপারে যতটুক সম্ভব আমরা রাজনৈতিকভাবে মোকাবিলার চেষ্টা করবো।
রবিবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলার বিরুদ্ধে আমরা আইনি লড়াইও অব্যাহত রাখবো। আমাদের বিরুদ্ধে প্রতিটি মামলাই রাজনৈতিক। সভা-সমাবেশ করলে মামলা, কথা বললে মামলা আর প্রতিবাদ করলে মামলার পাশাপাশি কথিত ক্রসফায়ার।
তিনি বলেন, দেশে আইনের শাসন থাকলে কারাগারগুলো আওয়ামী সন্ত্রাসীদ্বাড়াই কারাগার ভরে যেত। অথচ পুলিশ অন্যায়ভাবে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে নির্যাতন চালিয়ে যাচ্ছে।
রবিবার সকালে নয়া পল্টনের কার্যালয়ে অঙ্গসংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালন ও হজ শেষে তার দেশে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মহিলা বিষয়ক সম্পাদক নুরী আরা সাফা, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
বিবার্তা/বিপ্লব/যুথি