মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বিএনপি জনগণের মন না বুঝে জনবিরোধী আন্দোলনের কর্মসূচি দেয়। এ কারণে তাদের আন্দোলন বার বার ব্যর্থ হয়।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক জনমত সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ সভার আয়োজন করে।
মেহের আফরোজ চুমকি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ওয়াদা অনুযায়ী মানবতাবিরোধীদের বিচার যেমন করছেন, তেমনিভাবে আমরা বেঁচে থাকতেই বঙ্গবন্ধুর খুনিদের বিচার দেখে যেতে চাই। জাতির পিতার খুনিদের দেশে ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার সবকিছুই করা হবে।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশে জঙ্গি ও আইএস না থাকা সত্ত্বেও উন্নত দেশগুলো উচ্চ বাক্য উচ্চারণ করছে। এগুলো অনুমান ছাড়া আর কিছুই নয়। কিন্তু তারাও জানে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে একত্রিত করে ফেলেছেন।
আয়োজক সংগঠনের ঢাকা মহানগর সভাপতি শাহাদৎ হোসেন টয়েলের সভাপতিত্বে জনমত সভায় আরো বক্তব্য দেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, আওয়ামী লীগ নেতা এম এ করিম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ প্রমুখ।
বিবার্তা/বিপ্লব/কাফী