‘সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কের উর্ধ্বে রাখুন’

‘সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কের উর্ধ্বে রাখুন’
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১৪:১৪
‘সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কের উর্ধ্বে রাখুন’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কের উর্ধ্বে রাখার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি।
 
বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর ও আশপাশের বিভিন্ন জেলার সংসদ সদস্য ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।
 
সৈয়দ আশরাফ বলেন, ‘অহেতুক কারণে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করলে দেশে সভ্যতা থাকবে না, আইন থাকবে না, এখানে গণতন্ত্র থাকবে না। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে বাচাতে চাই। তাই আমরা এই প্রতিষ্ঠানগুলোকে বিতর্কের উর্ধ্বে রাখি। সাংবিধানিক প্রতিষ্ঠান না থাকলে দেশে সভ্যতা থাকবে না।’
 
তিনি আরও বলেন, ‘আমরা যদি হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, নির্বাচন কমিশন সব কিছুকেই বিতর্কিত করি তাহলে আমরা যাব কোথায়? আমাদের মাথা ঠেকানোর জায়গা কোথায়? বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা কোন আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে আসবেন না।’ 
 
তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। উনি আলোচনা করেন সবার সাথে। তিনি যে নির্বিাচন কমিশন গঠন করবেন সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে।
 
সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী ও বিএম মোজাম্মেল হক প্রমুখ।
 
বিবার্তা/ওরিন/জেমি/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com