‘দলীয় ভিত্তিতে নয়, জাপা মূল্যায়ন করবে মেধার’

‘দলীয় ভিত্তিতে নয়, জাপা মূল্যায়ন করবে মেধার’
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৭:৪৬
‘দলীয় ভিত্তিতে নয়, জাপা মূল্যায়ন করবে মেধার’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, বর্তমানে চাকরি, পদোন্নতি এমনকি দলীয় মনোনয়নেও দলীয়করণ হচ্ছে। জাতীয় পার্টির শাসনামলে কেনো দলীয়করণ ছিলো না, মেধার ভিত্তিতে সর্বক্ষেত্রে মূল্যায়ন করা হতো। 
 
তিনি বলেন, আমরা জনগণের ভোটে আবার ক্ষমতায় গেলে দল বিবেচনা না করে মেধাবীদের মূল্যায়ন করা হবে। 
 
বৃহস্পতিবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সিলেট বিভাগীয় জাতীয় পার্টির সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
রুহুল আমিন হাওলাদার বলেন, বিএনপি-আওয়ামী লীগ কেউই জাতীয় পার্টির বন্ধু নয়। এই দলগুলো জানে, এরশাদ যদি আরেকবার ক্ষমতায় আসতে পারে, দেশের জনগণ ভালো থাকবে। সারাদেশে তৃণমূল পর্যায়ে আবার উন্নয়ন হবে। যার কারণে জনগণ এরশাদ ছাড়া আর কিছুই বুঝবে না। 
 
তিনি বলেন, বড় দুটি দলের ব্যর্থতার কারণে জনগণ আজ বিকল্প শক্তি খুঁজছে। আমরা যদি দলকে আরো শক্তিশালী করতে পারি, তাহলে দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবো। আমাদের সোনালী অতীত রয়েছে। এরশাদ সারাদেশে যে বৈপ্লবিক উন্নয়ন করেছেন, তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারলে অবশ্যই জনতা আমাদের আবারো রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে।
 
সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল্লাহ সিদ্দিকির সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতি, সুনীল শুভ রায়, তাজ রহমান, আতিকুর রহমান আতিক, মেজর অব. খালেদ আখতার, ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু, যুগ্ম-মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এমপি, মো. নোমান এমপি, মুনিম চৌধুরী বাবু এমপি, যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা প্রমুখ।
 
বিবার্তা/বিপ্লব/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com