‘‌হিন্দুরা এ দেশে সবচেয়ে নিরাপদে আছে’

‘‌হিন্দুরা এ দেশে সবচেয়ে নিরাপদে আছে’
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৫:৪৮
‘‌হিন্দুরা এ দেশে সবচেয়ে নিরাপদে আছে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি বলেছেন, বর্তমানে হিন্দু সম্প্রদায়ের মানুষ এ দেশে সবচেয়ে নিরাপদে আছে। 
 
তিনি বলেন, সারা পৃথিবী যেখানে জঙ্গিবাদের কারণে আতঙ্কিত, সেখানে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজা উৎসব হিন্দু-মুসলমান মিলেমিশে উপভোগ করে। বাংলাদেশ সম্পদায়িক সম্প্রতির দেশ।
 
শুক্রবার বিকেলে রাজধানীর টিকাটুলিতে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে ঢাকা-৬ আসনের ৬৬টি পুজামণ্ডপে নগদ অর্থ বিতরণ এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
কাজী ফিরোজ বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হলেও এদেশে সাম্প্রদায়িক সম্প্রতি যেভাবে বিরজমান থাকে, তার নজির পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে আছে কি-না আমার জানা নেই।
 
তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হলেও আমরা তাদের প্রতিবেশী ভাবি না, আমরা তাদের ভাই এবং কাছের বন্ধু হিসেবে ভাবি।
 
ফিরোজ রশিদ বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে এদেশকে রক্ষা করতে গিয়ে হিন্দু সম্প্রদায়ের লাখ লাখ লোক জীবন দিয়েছেন। তাদেরকে সম্মানিত করতে পারলে আমরা নিজেরাই সম্মানিত হবো।
 
মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক জামাল রানা, আওয়ামী লীগের মহানগর নেতা হাজী আবু সাঈদ, চৌধুরী আশিকুর রহমান, গাজী আবু সাঈদ, হাজী আবুল হোসেন, ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুরুল ইসলাম মঞ্জু, রাশিদা পারভিন, জাপা নেতা জাহিদ হোসেন বিপ্লব, খুরশিদ নোমানী, নাসির খান, তরুন বসু, আবুল কালাম আজাদ প্রমুখ।
 
বিবার্তা/বিপ্লব/কাফী
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com