বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আলোচনার জন্য এক টেবিলে বসতে হবে। ওই আলোচনায় দুই নেত্রীকে সিদ্ধান্ত নিতে হবে দেশ ও জাতির জন্য। কারণ তাদের দু’জনের সিদ্ধান্তই দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নির্বাচন ছাড়া বিএনপির সামনে আর কোনো পথ নেই বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার পদক প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করে যথাস্থানে পুনঃর্বহাল চাই’ শীর্ষক এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সরকারকে উদ্দেশ্য করে দুদু বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির নাটক বন্ধ করুন। আর সার্চ কমিটি গঠনের জন্য দেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন। পুতুল নির্বাচন কমিশন গঠন করে দেশবাসীকে ভোটাধিকার থেকে আর বঞ্চিত করবেন না।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোমেন প্রমুখ বক্তব্য রাখেন।
বিবার্তা/বিপ্লব/নিশি