কে বিষধর সাপ, জনগণ তা জানে : দুদু

কে বিষধর সাপ, জনগণ তা জানে : দুদু
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫১:২৪
কে বিষধর সাপ, জনগণ তা জানে : দুদু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বিএনপিকে ‘বিষধর সাপ’ আখ্যায়িত করে যে বক্তব্য দিয়েছেন, তার জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিষধর সাপ আওয়ামী লীগ নাকি বিএনপি তা জনগণ জানে। গণতন্ত্র তাদের দংশনে আজ মৃতপ্রায়।
 
রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
দুদু বলেন, বিএনপি গণতান্ত্রিক দল, গণতন্ত্র রক্ষা করতে খালেদা জিয়ার আপসহীন ভূমিকার কথা দেশবাসী ভালো করেই জানেন। এই দল সম্পর্কে কতিপয় আওয়ামী হাইব্রিড নেতার তিরস্কার ও ভবিষ্যদ্বাণী জনগণের কাছে হাস্যকর ও পাগলামী ছাড়া কিছু নয়। আমি বিএনপির পক্ষ থেকে হাছান মাহমুদের এ ধরনের ঘৃন্য ভবিষ্যদ্বাণীর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
 
‘মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না’ সেতুমন্ত্রী এবং নৌমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপির এই নেতা বলেন, আমরা মধ্যবর্তী নির্বাচন চাই না, কারণ ৫ জানুয়ারির তামাশার নির্বাচনে জোর করে রাষ্ট্রক্ষমতা দখলকারীদের অধীনে মধ্যবর্তী নির্বাচনই শুধু নয়; বরং জাতীয় নির্বাচনও আমরা চাই না।
 
তিনি আরো বলেন, আমরা সরকারদলীয় ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি নয়; বরং জনগণের দ্বারা নির্বাচিত কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের পর একটি নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন চাই।
 
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।
 
বিবার্তা/বিপ্লব/কাফী
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com