জঙ্গি-যুদ্ধাপরাধীদের পার্টনারদেরও বর্জন করুন : ইনু

জঙ্গি-যুদ্ধাপরাধীদের পার্টনারদেরও বর্জন করুন : ইনু
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৩:৩৬
জঙ্গি-যুদ্ধাপরাধীদের পার্টনারদেরও বর্জন করুন : ইনু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্র-সমাজনীতিকে অর্থবহ করতে জঙ্গি-সন্ত্রাসীদের ধ্বংস করার পাশাপাশি তাদের পার্টনারদেরও বর্জন করতে হবে।
 
তিনি গণতন্ত্রের জন্য হুমকি জঙ্গি-আগুনসন্ত্রাসী-যুদ্ধাপরাধীর পার্টনারদের বর্জন করে সমাজকে অপরাধমুক্ত করতে ভূমিকা রাখার আহ্বান জানান। 
 
মঙ্গলবার নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য, বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট-বিএলএফ এর (মুজিববাহিনী) যোদ্ধা ও স্বনামধন্য শিশু চিকিৎসক জাতীয় বীর প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেনের শোক সভায় বক্তব্যকালে এ কথা বলেন। 
 
ইনু বলেন, জাতীয় বীর মোয়াজ্জেম হোসেন একজন চিকিৎসক হলেও নীতিবান-আপসহীন নেতা ছিলেন। মহান মুক্তিযুদ্ধ, সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও পেশাজীবীদের দাবি আদায়ের সংগ্রামে প্রয়াত মোয়াজ্জেম হোসেন ছিলেন আপসহীন। 
 
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে শোক সভায় আরো বক্তব্য দেন, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, প্রয়াত মোয়াজ্জেম হোসেনের ছেলে ডা. ফাহিম আবরার হোসেন, জাসদ স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য ডা. এম এ করিম, ডা. মাহবুবুর রহমান, সার্জেন্ট রফিকুল ইসলাম বীর প্রতীক প্রমুখ।
 
বিবার্তা/বিপ্লব/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com