বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহ’র মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, হান্নান শাহ সৎ ও সাহসী রাজনীতিবিদ ছিলেন। আমার সঙ্গে হান্নান শাহ এবং তাঁর পরিবারের ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল। আশ্চর্যজনকভাবে তাঁর জন্মদিন এবং আমার জন্মদিন ১১ অক্টোবর।
শোকবাণীতে তিনি আরো বলেন, আমি হান্নান শাহের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বিবার্তা/বিপ্লব/নিশি