আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে নবীন ও প্রবীণের সমন্বিত নতুন নেতৃত্ব আসবে। এতে প্রবীণদের অভিজ্ঞতার পাশাপাশি শক্তির জন্য তরুণদের প্রাধান্য দেয়া হবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমাদের ঐতিহ্য আছে। ঐতিহ্যের সঙ্গে টেকনোলজিকে যুক্ত করবো। এটা চলমান একটা ধারা। এভাবে কৌশলগতভাবে নতুন নতুন আইডিয়ার ভিত্তিতে দল পরিচালিত হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতার দাপট, ক্ষমতার অহংকার দেখাবেন না। ক্ষমতা সাময়িক, এটা মনে করেন বলেই প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন। আজ শেখ হাসিনার সাহসিহকতার জন্যই দেশের অর্থায়নে পদ্মা সেতুর কাজ ৩৮ ভাগ দৃশ্যমান। উন্নয়নে আমরা ডিজিটাল, কিন্তু আচার-আচরণে এনালগ হলেই চলবে।
ঢাকা দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মাহবুব-উল-আলম হানিফ, আব্দর রাজ্জাক, খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
বিবার্তা/ওরিন/কাফী