বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহের মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হয়েছে। বুধবার সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় পৌঁছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সন্ধ্যা ছয়টায় হান্নান শাহের মরদেহ ঢাকায় নিয়ে আসেন তার ছেলে শাহ রিয়াজুল হান্নান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ দলের নেতারা হান্নান শাহের মরদেহ নিয়ে তার বাসায় যান। রাতে মহাখালীতে তার বাসায় যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার ভোররাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আ স ম হান্নান শাহ।
পারিবারিক সূত্র জানায়, রাতে মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হবে। এরপর বৃহস্পতিবার ঢাকা ও গাজীপুরে একাধিক জায়গায় জানাজা শেষে আগামী শুক্রবার তার মরদেহ দাফন করা হবে।
বিবার্তা/আমিন/রয়েল