মহেশপুরে মেয়েদের নিয়ে প্রোগ্রামিং ক্যাম্প

মহেশপুরে মেয়েদের নিয়ে প্রোগ্রামিং ক্যাম্প
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৮:১৪
মহেশপুরে মেয়েদের নিয়ে প্রোগ্রামিং ক্যাম্প
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
মেয়েদের মধ্যে প্রোগ্রামিংকে জনপ্রিয় করা এবং তাদের প্রোগ্রামিং দক্ষতার উন্নয়নে  ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় ‘গ্রেস হপার গার্লস ক্যাম্প ফর প্রোগ্রামিং কনটেস্ট’শীর্ষক তিন দিনব্যাপী প্রোগ্রামিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুল ও কলেজপড়ুয়া ৩১ জন মেয়ে অংশগ্রহণ করে।
 
মহেশপুর জুনিয়র কোডার ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এই ক্যাম্প বুধবার শুরু হয়ে শেষ হয় শুক্রবার।
 
মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত ক্যাম্প শেষে ১১ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশপুর পৌর মেয়র আবদুর রশীদ খান।
 
প্রোগ্রামিং ক্যাম্পের অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে পৌর মেয়র আগামীতে এই ধরনের আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন মহেশপুরের মেয়েরা আগামীতে জাতীয় পর্যায়েও ভালো করতে পারবে। সমাপনী পর্বে আরো বক্তব্য দেন, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।
 
তিনদিনের ক্যাম্পে প্রোগ্রামিংয়ে ডাইনামিক প্রোগ্রামিং, প্রোগ্রামিংয়ের জন্য প্রয়োজনীয় গণিত এবং প্রোগ্রামিং প্রতিযোগিতার বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা ও হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
 
প্রশিক্ষণ পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকির আহসান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব মুজতাবা ও গোপালগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থী মিজানুর রহমান। সমন্বয় করেন যশোর পলিটেকনিকের শিক্ষার্থী মামুন।
মহেশপুরে মেয়েদের নিয়ে প্রোগ্রামিং ক্যাম্প
মেয়েদেরকে প্রোগ্রামিংয়ে উৎসাহিত করতে বিডিওএসএন দেশের বিভিন্ন স্থানে মেয়েদের জন্য এ প্রোগ্রামিং ক্যাম্পের আয়োজন করছে। এর আগে ঢাকা ও দিনাজপুরে দুটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
 
বিবার্তা/উজ্জ্বল/কাফী
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com