আইফোনপ্রেমিদের জন্য সুখবর। ব্যবহারকারীদের ছবি তোলায় আরো উন্নত অভিজ্ঞতা দিতে সম্প্রতি আইফোন ৭ ও ৭ প্লাসের জন্য বিভিন্ন ধরনের লেন্স উন্মোচন করল মোমেন্ট। তবে লেন্সগুলো শুধুমাত্র ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরায় ব্যবহার করা যাবে।
লেন্সগুলোর মধ্যে আছে টেলি লেন্স, ওয়াইড লেন্স, সুপারফিশ লেন্স এবং ম্যাক্রো লেন্স। এগুলোর দাম রাখা হয়েছে ৯৯.৯৯ মার্কিন ডলার। লেন্সগুলো মোমেন্ট কেস বা মোমেন্ট মাউন্টিং প্লেটের মাধ্যমে কাজ করবে। মাউন্টিং প্লেট এবং কেসের দাম পড়বে যথাক্রমে ৯.৯৯ এবং ৪৯.৯৯ মার্কিন ডলার।
তাছাড়া মোমেন্ট কেস চালানোর জন্য প্রত্যেকজন আইফোন ব্যবহারকারীকে ফ্রি মোমেন্ট অ্যাপও ইনস্টল করতে হবে। মাউন্টিং প্লেটটি দেখতে অনেক আকর্ষণীয়। অনেক গবেষণা করে নতুন আইফোনের জন্য এই লেন্সিং সিস্টেম তৈরি করেছে মোমেন্ট। লেন্সগুলো ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করছে মোমেন্ট। সূত্র: সিনেট ও দ্যভার্জ
বিবার্তা/উজ্জ্বল