গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান হলেন নরওয়ের নাগরিক ক্রিস্টোফার লাসকা। সম্প্রতি অনুষ্ঠিত বোর্ডের ১৭০ তম সভায় টেলিনর গ্রুপের সিইও সিগভে ব্রেক্কের পরিবর্তে তাঁকে জিপি বোর্ডের চয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।
বর্তমানে তিনি সিংগাপুরে ভাইস প্রেসিডেন্ট বোর্ড গভর্নেন্স অ্যান্ড পার্টনারশিপ রিলেশনস, এশিয়া হিসেবে কর্মরত আছেন। লাসকা ২০০০ সালে টেলিনরে যোগ দেন এবং এশিয়া ও ইওরোপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ২০১৬ আগস্টে টেলিনরের এশিয়া কার্যালয়ে যোগদানের আগে লাসকা ২০১১ থেকে টেলিনর হাঙ্গেরীর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
তিনি যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সেন্টার থেকে বিজনেস ম্যানেজমেন্ট স্নাতক ডিগ্রী এবং লন্ডনের চার্টার্ড ইনস্টিটিউট অফ মার্কেটিং থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
বিবার্তা/উজ্জ্বল