সারা দেশের ২০০১টি হাইস্কুল ও কলেজে প্রতিষ্ঠিত ‘শেখ রাসেল কম্পিউটার অ্যান্ড ল্যাংগুয়েজ ল্যাব’র শিক্ষকদের প্রশিক্ষণ, পরিচালনা ও তত্ত্বাবধায়নের দায়িত্ব নিলো সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
এ উপলক্ষে রবিবার রাজধানীর আগারগাঁও আইসিটি ডিভিশনে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন সিআরআইয়ের নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস এবং 'শেখ রাসেল কম্পিউটার অ্যান্ড ল্যাংগুয়েজ ল্যাব'র প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) এ এস এম শাফিউল আলম তালুকদার।
চুক্তি বিষয়ে সিআরআই প্রতিষ্ঠানের অ্যাসিস্টেন্ট কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ বিবার্তাকে বলেন, ‘এই চুক্তির আওতায় সিআরআই ‘ইয়াং বাংলা’ প্লাটফর্মে সারা বাংলাদেশের তরুণতরুণীদের দিয়ে ‘শেখ রাসেল কম্পিউটার অ্যান্ড ল্যাংগুয়েজ ল্যাব'গুলোর দেখাশুনা করবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটি ল্যাবে দুইজন করে উদ্যোক্তা তৈরি করা হবে এসব তরুণতরুণীদের প্রাধন কাজ। এই উদ্যোক্তাদেরই পরে ল্যাব পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্ব দেয়া হবে’।
বিবার্তা/উজ্জ্বল