মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার টুইটে বাড়ছে শব্দের সংখ্যা। আগামীকাল থেকে টুইট করার জন্য ১৪০ শব্দের সীমাবদ্ধতা আর থাকছে না টুইটারে। নতুন এই সেবায় ব্যবহারকারীর নাম, লিংক, ভিডিও এবং ছবিগুলোকে অক্ষরের আওতা থেকে বাইরে রাখা হবে। আগে এই বিষয়গুলোকে অক্ষরের আওতাতেই রাখা হত।
এখন থেকে টুইটার ব্যবহারকারীরা মনের কথা বলার জন্য পেয়ে যাবেন বেশ কিছু অতিরিক্ত অক্ষর। যদিও এখনই অতিরিক্ত শব্দ যোগ করার সেবাটা আনছে না টুইটার। তবে সম্প্রতি টুইটারের সিইও জ্যাক ডরসি বলেছেন, ‘টুইটারে আরও কথোপকথন হবে। এই বিষয়টি নিয়ে আমরা উৎসাহিত’।
এখানেই থেমে নেই টুইটারে শব্দ বাড়ানোর গল্প। জানা গেছে, পরবর্তী সময় টুইটারে অক্ষর সংখ্যা বাড়িয়ে ১০ হাজার করে দেয়া হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চূড়ান্তভাবে এ কথা এখনও জানানো হয়নি। তথ্য: দ্য ভার্জ ও অ্যান্ড্রয়েডপুলিশ
বিবার্তা/উজ্জ্বল/প্লাবন