আগামী অক্টোবর-নভেম্বর মাসের মধ্যেই মিডরেঞ্জর সি সিরিজের ‘গ্যালাক্সি সি৯’ মডেলের নতুন স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান বহুজাতিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। সম্প্রতি ফোনটি নিয়ে ফাঁস হওয়া গুঞ্জনে এই তথ্য জানা গেছে।
ফোনটিতে থাকতে পারে ৫.৭ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ছবি তোলার জন্য ডিভাইসটিতে থাকতে পারে পেছনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে থাকতে পারে ৮ মেগাপিক্সের ক্যামেরা।
ডিভাইসটিতে আরও থাকতে পারে ৪ গিগাবাইট র্যাম। ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকতে পারে ৩২ গিগাবাইট মেমোরি। চাইলে ব্যবহারকারীরা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন।
গ্যালাক্সি নোট ৭ ফোনের ব্যাটারি বিস্ফোরণে বর্তমানে বিপাকে আছে প্রতিষ্ঠানটি। এই অবস্থা কাটিয়ে উঠতে মিডরেঞ্জ নতুন ফোন আনার গুঞ্জন বেড়িয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা।
আগে বাজারে আসা গ্যালাক্সি সি৫ এবং সি৭ গ্রাহকদের কাছে জনপ্রিয়তা পেয়েছিলে। সেই ধারাবাহিকতায় এই সিরিজের নতুন ফোন বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি বলে ধারণা করা হচ্ছে। তবে ফোনটি সম্পর্কে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো তথ্য জানা যায়নি। সূত্র: টেকটাইমস ও জিএসঅ্যারেনা
বিবার্তা/উজ্জ্বল/প্লাবন