চলতি মাসের শেষ নাগাদ ভারতে স্মার্টফোন তৈরির কাজ শুরু করবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বহুজাতিক প্রযুক্তি নির্মাতা চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির সাথে যৌথভাবে কাজ করবে ভারতীয় প্রযুক্তি নির্মার্তা প্রতিষ্ঠান ফ্লেক্সট্রনিক্স।
ফ্লেক্সট্রনিক্সের চেন্নাইয়ের নিকটবর্তী কারখানায় বর্তমানে প্রস্তুত করা হচ্ছে লেনোভো ও মটোরোলার স্মার্টফোন। তবে এখন থেকে সেখানে হুয়াওয়ের স্মার্টফোন তৈরি করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র থেকে জানা গেছে, এখানে প্রতি মাসে দুই লাখ ইউনিট স্মার্টফোন তৈরি করা হবে। এছাড়াও অনর ৫সি ও হুয়াওয়ে পি৯এর মতো সম্প্রতি উন্মোচিত মডেলগুলো তৈরি হবে এই কারখানায়।
দুই দশক আগে ভারতের বাজারে যাত্রা শুরু করেছিল হুয়াওয়ে। ১৯৯৯ সাল থেকে এখানে তাদের সেন্টার স্থাপনের জন্য উন্নয়নমূলক গবেষণা কাজ শুরু করে। শেষে গত বছর তাদের কার্যক্রম শুরু করার অনুমতি লাভ করে। সূত্র : ইকোনোমিক টাইমস
বিবার্তা/উজ্জ্বল/কাফী