তামিম শাহরিয়ার সুবিনের 'কম্পিউটার প্রোগ্রামিং ১ম খণ্ড' বইটি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এরই ধারাবাহিকতায় এবার বইটির দ্বিতীয় খণ্ড প্রকাশ করা হয়েছে।
দ্বিমিক প্রকাশনীর প্রকাশিত কম্পিউটার প্রোগ্রামিংয়ের বইটিতে সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে পয়েন্টার, ফাইল, রিকার্শন, বিটওয়াইজ অপারেশন, স্ট্রাকচার প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়েছে।
বইটি বিষয়ে তামিম শাহরিয়ার সুবিন বলেন, আমি সবসময় মৌলিক জ্ঞান ও দক্ষতা অর্জনের দিকে জোর দিই। কারণ কারো বেসিক খুব ভালো থাকলে সে বহুদূর যেতে পারবে। তাই এই বইতেও প্রোগ্রামিংয়ের মৌলিক কিছু বিষয় নিয়ে আলাপ করেছি। ১ম খণ্ডের মতো, এই বইতেও প্রোগ্রামিং ভাষা হিসেবে সি ব্যবহার করেছি। এই বইটি পড়ার পরে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের মৌলিক জ্ঞান যেমন বাড়বে, তেমনি সি প্রোগ্রামিং ভাষায় দক্ষতাও বৃদ্ধি পাবে। বাংলাদেশের শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের গড়পড়তা মান বৃদ্ধিতেও বইটি অবদান রাখতে পারবে বলে আমার বিশ্বাস।
বইটি রিভিউ করেছেন শাহরিয়ার মঞ্জুর, শহীদুল ইসলাম (সুমন), মীর ওয়াসি আহমেদ ও তাহমিদ রাফি। ১৮০ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে মাত্র ২৫০ টাকা।
বিবার্তা/উজ্জ্বল/কাফী