ট্রাফিক পুলিশ ড্রোন

ট্রাফিক পুলিশ ড্রোন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১০:২৭:৪৮
ট্রাফিক পুলিশ ড্রোন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিড শরৎ উৎসব উপলক্ষে যানবাহনের চলাচল ও আইন লঙ্ঘনকারীদের পর্যবেক্ষণে সহায়তা করতে দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে সম্প্রতি ব্যবহার করা হয়েছে দুটি ড্রোন। ড্রোনগুলোর মাধ্যমে ৯০টিরও বেশি গাড়ির ঘটনা ক্যামেরায় ধরা পড়ে।    

ড্রোনগুলো শত মিটার দূর থেকে গাড়ির লাইসেন্স প্লেট সনাক্ত করতে পারে। এই ছবি ও ভিডিওগুলো নিচে কাজ করা ট্রাফিক পুলিশের কাছে পাঠানো হয়। ফলে পুলিশ সরাসরি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে।

 

এর মধ্যে একটি ড্রোন চেংদু ও জিগজগের শহরগুলোকে সংযুক্তকারী মহসড়ক এবং অন্যটি চেংদুকে মিয়ানইয়াংয়ের সঙ্গে সংযুক্তকারী মহাসড়কের উপর দিয়ে উড়ে। ভ্রমণকারীরা ফেরার সময় যখন রাস্তায় অনেক ভিড় থাকে সাধারণত সেসময় এই ড্রোনগুলো ব্যবহার করা হয়।
ট্রাফিক পুলিশ ড্রোন

ওই ড্রোনগুলো ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম। ১৫ কিলোমিটার ফ্লাইট রেডিয়াসে, ড্রোনগুলো একবার চার্জ দেয়া হলে এক ঘণ্টা পর্যন্ত উড়তে পারে। ৩০ কিলোমিটার ঘুরতে এগুলো সময় নেয় ৪০ মিনিট। ড্রোনগুলোর কার্যক্রম প্রাদেশিক পুলিশ কার্যালয়ের উইবো অ্যাকাউন্ট থেকে সম্প্রচার করা হয়। সূত্র: চাইনাডটওর্গ ও এসসিএমপিডটকম

বিবার্তা/উজ্জ্বল/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com