লন্ডনে অবস্থিত অনলাইনে ভিডিও বার্তা আদান-প্রদান (ভয়েস চ্যাটিং) সেবাদাতা প্রতিষ্ঠান স্কাইপের কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বহুজাতিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এর জন্য ৪০০ কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি।
কার্যালয়টি বন্ধ করার বিষয়ে মাইক্রোসফট জানায়, তারা কিছু প্রকৌশলভিত্তিক পদ একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিশ্বব্যাপী স্কাইপ ও ইয়ামার কিছু পদ ঝুঁকির মধ্যে পড়ার আশংকা সৃষ্টি হচ্ছে।
অন্যদিকে স্কাইপের সাবেক এক কর্মী জানান, মূলত স্কাইপে নিজেদের অধিকার প্রয়োগের চেষ্টা করছে মাইক্রোসফট। তাই পূর্বে স্কাইপে থাকা কর্মীদের সরিয়ে মাইক্রোসফটের কর্মীদের কাজ দেয়া হবে।
লন্ডনে বন্ধ করে দেয়া হলেও রেডমন্ড, পলো অ্যাল্টো, ভ্যাঙ্কুবারসহ ইউরোপের কিছু জায়গায় স্কাইপের কার্যালয় বন্ধ হবে না।
২০১১ সালে সাড়ে ৮০০ কোটি ডলারের বিনিময়ে স্কাইপ এবং ৭২০ কোটি ডলারের বিনিময়ে নোকিয়ার মোবাইল ফোন ব্যবসায় কিনে নেয় মাইক্রোসফট।
২০০৩ সালে অ্যাস্তোনিয়ার সফটওয়্যার প্রকৌশলীরা প্রতিষ্ঠা করেন ভয়েস চ্যাটিং সেবাদাতা প্রতিষ্ঠান স্কাইপ। এর প্রধান কার্যালয় লুক্সেমবার্গে। এক সময় বড় ভয়েস চ্যাটিং অ্যাপগুলোর মধ্যে স্কাইপ প্রথম সারির একটি ছিল। হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারের মতো অ্যাপগুলো একই ধরনের সেবা দেয়া শুরু করলে তাদের বিশাল সংখ্যক ব্যবহারহারী কমে যায়। ধীরে ধীরে সব দিকেই এটি হুমকির মধ্যে পড়তে থাকে। সূত্র: দ্যা ভার্জ ও ডিজিটাল ট্রেন্ডস
বিবার্তা/উজ্জ্বল/নিশি