নেক্সাসের পরবর্তী সংস্করণ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘পিক্সেল’ মডেলটি প্রযুক্তি বাজারে নিয়ে আসছে মার্কিন বহুজাতিক সার্চ ইঞ্জিন গুগল। আগামী ৪ অক্টোবর ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মূলত নেক্সাসের পরবর্তী সংস্করণ এই পিক্সেল। নেক্সাস নামটি এখন থেকে গুগল আর ব্যবহার করবে না বলেই নতুন নামে আসছে এই স্মার্টফোনটি।
নতুন ডিভাইসটিতে রয়েছে বিশেষ কিছু চমক। ফোনটিতে এমন কিছু বিশেষ ফিচার ব্যবহার করা হয়েছে যেগুলো অন্য কোনো স্মার্টফোনে ব্যবহার করা হয়নি। আর এমন কিছু সফটওয়্যার এবং অ্যাপ দেয়া হচ্ছে, যা অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোনে এখনও পর্যন্ত আসেনি।
পিউর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত ডিভাইটি ৫ ইঞ্চি ডিসপ্লে সংস্করণ ‘পিক্সেল’ এবং ৫.৫ ইঞ্চি বড় পর্দার ফ্যাবলেট ‘পিক্সেল এক্সএল’ নামে আসবে বলে জানা গেছে।
ডিভাইসটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর। বাহিরের অংশটি হবে অ্যালুমিনিয়াম এবং গ্লাসের।
গুগলের এই ফোনটি যৌথভাবে তৈরি করছে হুয়াওয়ে এবং এইচটিসি। তবে কোন প্রতিষ্ঠান কোন মডেল তৈরি করে দিবে এ বিষয়ে কোন তথ্য জানা যায়নি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। সূত্র: জিএসঅ্যারেনা ও টেক টাইমস
বিবার্তা/উজ্জ্বল/প্লাবন