রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে চালু অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম ও বিভিন্ন অপারেটরের ২৬৭৫টি সিমসহ মামুনুর রশিদ নামে এক ব্যক্তিকে আটক করেছে বিটিআরসি ও আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিটিআরসি কর্মকর্তা ও মোহাম্মদপুর থানা পুলিশ রায়ের বাজারের বৈশাখী রোডে অপারেশনটি পরিচালনা করে।
অভিযানে জব্দ করা সিমগুলোর মধ্যে টেলিটক ১২৭১টি, গ্রামীণফোন ৪০০টি, এয়ারটেল ৪৭১টি, বাংলালিংক ৪৪৬টি এবং রবির ৮৭টি সিমকার্ড রয়েছে।
এছাড়াও আটটি চ্যানেল বিশিষ্ট ছয়টি চ্যানেল বক্স, ১৬ চ্যানেল বিশিষ্ট একটি চ্যানেল বক্স, তিনটি কিউবি মডেম, একটি জিপি মডেম, পাঁচটি ভোডাফোনের মডেম, চারটি টিপি লিংক ব্র্যান্ডের সুইচ, ১৬টি সিমবক্স এন্টেনা, আটটি পেনড্রাইভ, একটি কার্ড রিডার, একটি টিপি লিংক ওয়াইফাই রাউটার,একটি ডেস্কটপ কম্পিউটার, একটি ইউএসবি হাব এবং দুইটি মাল্টিপ্লাগ উদ্ধার করা হয়েছে।
সিমকার্ডসহ এসব সরঞ্জামের মূল্য কমপক্ষে ১১ লাখ টাকা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিআরসি।
বিবার্তা/উজ্জ্বল